Vision-2021 ঘোষণা করেছেএবং সরকারি-বেসরকারি সকল কার্যালয়ে Digital কার্যক্রম বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করেছে।দেশের সকল পর্যায়ে তথ্যসেবা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে। দক্ষ ও যোগ্য মানব সম্পদ তৈরীর লক্ষ্যে সরকার ২০১০ সালে প্রণীত জাতীয় শিক্ষানীতিতে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তথ্য ও যোগাযোগ প্রযু্িক্ত বিষয়টিকে বাধ্যতামূলক করেছেন। ইতোমধ্যে সকল সরকারি-বেসরকারি দপ্তর সমূহকে ডিজিটাল পদ্ধতির আওতায় আনা হয়েছে। তারই ধারাবাহিকতায় সরকার উপজেলা পর্যায়ে ICT এর বিকাশ,উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে উক্ত কমিটির সদস্য সচিবের দায়িত্ব প্রদান করেছেন। তথ্য-প্রযুক্তির সুবিধা ব্যবহার করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কতৃক এরআওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিগত ইতিহাস, ভবিষ্যত কর্ম পরিকল্পনা,ভর্তি প্রক্রিয়া, ফলাফল,শিক্ষক-শিক্ষিকারযাবতীয় তথ্যাদি বর্তমানে “ওয়েব পোর্টাল” এর মাধ্যমে পাওয়া যাবে জেনে আমি অত্যন্ত আনন্দিত ও আশাবাদি।উক্ত “ওয়েব পোর্টাল”বাস্তবায়ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নকে আরো বহুদুর এগিয়ে নিয়ে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এই চেতনাবোধ থেকেই বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মোস্তফা হোসেন উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অন-লাইন সেবার আওতাভূক্ত করার উদ্যোগ নিয়েছেন। তাঁর এই সৃজনশীল উদ্যোগকে ধন্যবাদ জানাই এবং এর সাফল্য কামনা করি ।
সোনাইমুড়ি সরকারি কলেজ ডাকঘর: সোনাইমুড়ী, উপজেলা: সোনাইমুড়ী,নোয়াখালী, বাংলাদেশ। School Code : 6100 Email : sonaimurigovcollege@gmail.com Contact Number: 8801711452385
» Online : 1 » Today : 21
» Week : 112 » Month : 289
» Year : 6640
» Total :69842
Record: 2415 (13.01.2023)